ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

২ লাখ ২৪ হাজার রোহিঙ্গা পেল নিবন্ধন-পরিচয়পত্র

image-106671-1508492446ডেস্ক নিউজ:
গত দেড় মাসে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে ২ লাখ ২৪ হাজার জনের নিবন্ধন এবং পরিচয়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। আগামী এক মাসের মধ্যে আরো সাড়ে ৩ লাখ রোহিঙ্গাকে এ নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম তদারকি করতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শনে এসে এসব কথা জানান মাসুদ রিজওয়ান।

প্রতিদিন ৬ থেকে ৭ হাজার রোহিঙ্গার নিবন্ধন এবং তাদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে বলেও জানান মহাপরিচালক। এদিকে ৪ দিন নোম্যান্স ল্যান্ডে অবস্থানের পর বৃহস্পতিবার মিয়ানমার থেকে রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ও বালুখালির বিভিন্ন এনজিও সংস্থার শেডে আশ্রয় নেয়।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রিজওয়ান বলেন, ‘আমরা আমাদের সমস্ত তথ্য নিচ্ছি। ১০টা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি। ওদের ছবি নিচ্ছি, যেখান থেকে আসছে সেটার তথ্য নিচ্ছি। ভবিষ্যতে ওদের ফিঙ্গার প্রিন্ট ও তথ্য আমাদের পাসপোর্ট অধিদপ্তরে থাকবে।’

 

পাঠকের মতামত: