ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

২নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে, কুতুবদিয়ায়  ২৪১৫ জন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া, কক্সবাজার ::
সারা দেশের ন্যায় ২ নভেম্বর (শনিবার) কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়া উপজেলায় ৮ম শ্রেনীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে । প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। জেএসসি ১১  ও জেডিসি ১৩ নভেম্বর চলবে এই পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পনের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানিয়েছে, উপজেলায় এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪ টি। এইসব কেন্দ্রে মোট ২ হাজার ৪১৫ জন শিক্ষার্থী অংশ নেবে।

জেএসসি’র ৩ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী। এছাড়াও জেডিসি’র ১টি কেন্দ্রে মোট ৬৩২ জন শিক্ষার্থী অংশ নেবে।

উপজেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্যমতে, জেএসসি পরীক্ষায় কুতুবদিয়া উপজেলার কেন্দ্র -১ কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ১৮৪ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয় ১৩৬ জন ও মাষ্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ৫৩ জন পরীক্ষার্থী রয়েছে।

কেন্দ্র -২ ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ৮২৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৭০ জন, লেমশীখালী হাই স্কুলের ১৪৫ জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ২১৮ জন, উত্তরণ বিদ্যা নিকেতনের ৯২ জন পরীক্ষার্থী রয়েছে।

ভেন্যূ থেকে কেন্দ্রে উন্নীত কেন্দ্র -৩ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ৫৮৭ জনের মধ্যে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩৩২ জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৩ জন, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

অপর দিকে মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে মোট ৬৩২ জন পরীক্ষার্থী রয়েছে । এর মধ্যে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৭৬ জন, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসায় ৮৯ জন, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার ৬২ জন, ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসার ৪২ জন, জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৩৫ জন, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার ৭৫ জন, আল ফারুক দাখিল মাদ্রাসার ৯৫ জন ও গাউছিয়া দাখিল মাদ্রাসার ১০৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত: