ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম কুতুবদিয়ায়, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের মিয়ার পাড়া পয়েন্টে কেজি ১০ টা দামের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিলারের নাম মঞ্জুর আলম, তার পিতার নাম-আবদুশ শুক্কুর।

কুতুবদিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, কেজি ১০ টাকা মূল্যের কার্ডধারীদের চাল বিতরণে উক্ত ডিলার চরম অনিয়ম করছে খবর পেয়ে বুধবার ৮ এপ্রিল সকাল ১১ টার দিকে কুতুবদিয়ার ইউএনও মোঃ জিয়াউল হক মীর এর নির্দেশে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী একদল পুলিশ সহ ডিলারের দোকানে যান। ডিলার ৩০ কেজি করে সেলাই করা বস্তা সরাসরি কেজি ১০ টাকা মূল্যের চালের কার্ডধারীদের দেওয়ার কথা থাকলেও দোকানে গিয়ে দেখা যায়, ডিলার মঞ্জুর আলম সেলাই করা ৩০ কেজির বস্তা থেকে চাল নিয়ে ফেলার কুউদ্দ্যেশে সব বস্তার সেলাই খুলে ফেলেছে। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে এরকম অনিয়ম করায় ডিলার মঞ্জুর আলমকে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী ডিলারকে সতর্ক করে দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে মঞ্জুর আলমের ডিলারশীপ বাতিলের সুপারিশ সহ কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেন।

পাঠকের মতামত: