ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে রোববার ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-রাশেদ মোহাম্মদ আলী, জালাল উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম সিকদার, মোহাম্মদ হারুনর রশিদ ও মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিষয়টি রিটার্নিং অফিসার ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোহাম্মদ বেদারুল ইসলাম সিবিএন-কে নিশ্চিত করেছেন। মঙ্গলবার ২ জুলাই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল করা মনোনয়নপত্রের বিরুদ্ধে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের কাছে ৫ জুলাই পর্যন্ত আপীল করা যাবে। আগামী ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জুলাই নির্বাচনে ভোট গ্রহন করা হবে। প্রসঙ্গত, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী মাইজ্যা ইন্তেকাল করলে এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
এছাড়া, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের শূন্য হওয়া মেম্বার পদের নির্বাচনে রোববার ৩০ জুন ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন-ছেনু আরা বেগম, আমিনা খাতুন ও শাহেনা বেগম। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম সিবিএন-কে নিশ্চিত করেছেন। এ ওয়ার্ডের মহিলা মেম্বারের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

9

পাঠকের মতামত: