চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়ে চলছে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং। বিক্ষুদ্ধ কাকারা ইউনিয়নের গ্রাহকরা লোডশেডিং বন্ধের দাবীতে চকরিয়াস্থ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এর কাছে গত ৮ই অক্টোবর সকাল ১১টায় স্মারকলিপি প্রদান করেন। জনগণের টাকায় বেতন চলে এসব কর্তাদের। কিন্তু সেই ভূক্তভোগী জনগণের দেয়া স্মারকলিপি ডিজিএম একটু দাঁড়িয়ে গ্রহণ করতে পারলেননা? মানুষের প্রতি তার নূন্যতম সম্মানবোধও কি নাই? একজন ডিজিএম বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কি এধরণের আচরণ করতে পারেন? তার পদের ভারে বসা চেয়ার থেকে মাত্র ১ মিনিটের জন্যও দাঁড়াতে পারছেননা। খুবই দু:খ লাগে একজন বড় কর্তার ন্যাক্কারজনক এ ধরণের আচরণ দেখে। একজন সচেতন নাগরিক বলছেন – যেমন পল্লী বিদ্যুত, তেমন অফিসার। আমি কিন্তু তাকে নিয়ে বলছিনা, তার আচরণের কথাই বলছি। একজন সচেতন নাগরিক হিসেবে এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নজরে আসা দরকার বলে মনে করি।
অপরদিকে একইদিন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলামকে পল্লী বিদ্যুতের ভূক্তভোগী গ্রাহকরা স্বারকলিপি প্রদান করেন। এসময় তিনি অত্যন্ত সম্মানের সহিত দাঁড়িয়েই স্মারকলিপি গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশ^স্থ করেন।
পাঠকের মতামত: