ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

হাসিনা আহমদ কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাসিনা আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা দেড়টার দিকে রিটার্নিং অফিসার ও কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে হাসিনা আহমদ দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা বিএনপি, চকরিয়া ও পেকুয়া উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী একই আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদকে স্বাগত জানান। উল্লেখ্য, নবম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিনা আহমদ একই আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যাবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

পাঠকের মতামত: