ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় মতবিনিময়কালে -ড. মোহাম্মদ ছরওয়ার আলম

চকরিয়া প্রতিনিধি :: মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ভাল ফলাফল করতে হলে বিজ্ঞান ও গণিতের প্রতি মনোযোগী হতে হবে। ১৩ অক্টোবর শনিবার দুপুরে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজার এলাকায় প্রতিষ্টিত নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্টান হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় অনুষ্টিত ছাত্রী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ ছরওয়ার আলম মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ ছরওয়ার আলম এ মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী এ মাদ্রাসার আরো উন্নতি কামনা করেছেন।
হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহিম এর সভাপতিত্বে ও মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ কবির হোছাইনের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভার মূল্যবান বক্তব্য রাখেন চট্রগ্রাম সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দিন প্রমুখ। এসময় হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসার সকল ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: