ঢাকা,শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

হংকংয়ে পুলিশ সদরদপ্তর ঘেরাও করেছে হাজারো জনতা

অনলাইন ডেস্ক ::  হংকংয়ে প্রত্যর্পণ বিল চূড়ান্তভাবে বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে হংকংয়ে পুলিশের সদরদপ্তর ঘেরাও করেছে হাজারো জনতা।

ওই প্রত্যর্পণ বিলটি চূড়ান্তভাবে বাতিলের বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়সীমা সরকার উপেক্ষা করার একদিন পর আবারও রাস্তায় নামলো বিক্ষোভকারীরা। শুক্রবার বিক্ষোভকারীরা লেজিসলেটিভ কাউন্সিল কমপ্লেক্স বা সরকারের সদরদপ্তরের বাইরে জড়ো হতে শুরু করে। পরে তারা পুলিশের সদরদপ্তর ঘিরে ফেলে।

হংকংয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখ লাখ মানুষ প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এদিকে, পুলিশ সদরদপ্তর ঘেরাওয়ের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে হংকংয়ে পুলিশ প্রশাসন। ওই বিবৃতিতে জনতাকে শান্তিপূর্ণভাবে পুলিশ সদরদপ্তর থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

হংকংয়ের পুলিশ কর্তৃপক্ষ বলছে, সদরদপ্তরের চারপাশে বিক্ষোভকারীদের উপস্থিতির কারণে জরুরি সেবা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে।

সমালোচকদের দাবি, অপরাধীদের চীনে ফেরত পাঠানোর লক্ষ্যে প্রত্যর্পণ বিল পাস হলে তা হংকংয়ের বিচারিক স্বাধীনতা খর্ব করবে।

সূত্র : বিবিসি

পাঠকের মতামত: