ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীকে হারিয়ে চট্টগ্রাম মোহামেডানের জয়

ৃৃৃৃক্রীড়া প্রতিবেদক :::

তীব্র উত্তেজনাপূর্ণ টি-২০ ম্যাচে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীকে হারিয়ে কাঙ্খিত জয় তুলে নিয়েছে। এতে দুই ম্যাচে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। গতকাল ২১ এপ্রিল সকাল ১০ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান নেন স্বাগতিক দলের অধিনায়ক আজিজ রাসেল। পরিকল্পনা অনুযায়ী অপেনিং জুটি ইমরান ও মিশেল দুর্দান্ত সূচনাটা ভালই করে। ৮ ওভারে তাদের ব্যাট থেকে বিনা উইকেটে আসে ৫২ রান। ১২ ওভার চলাকালীন মিশেল লং অফে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৪০ রান। এরপর ইমরান এক প্রান্ত থেকে প্রতিরোধ করলেও অপর প্রান্তে ব্যাটিং দুর্দাশায় পড়ে স্বাগতিকরা। যার কারণে স্কোর বোর্ডে রানের চাকা থমকে দাড়ায়। ২০ ওভার শেষে ৯৫ রান করতে সক্ষম হয় কক্সবাজার ক্রিকেট একাডেমী। দলের পক্ষে ইমরান ৩০ রান, আজিজ রাসেল ১০ ও আরোজ ফারুক ৯ রান করেন। মোহামেডানের সায়েদ ৩, কিং ২ ও মুন্না ২ উইকেট লাভ করেন। ৯৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে স্বাগতিকদের পেস বোলিংয়ের তোপে পড়ে সফরকারীরা। ১০ ওভারে সফরকারীরা ২ উইকেট হারিয়ে ৩০ রান করে। পরে ৫ উইকেট হারিয়ে ১৮ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টলার ঐতিহ্যবাহী এ ক্লাবটি। দলের পক্ষে জিশান ২০, আলম ২০ ও আলিফ ১৯ রান করে। একাডেমীর ইমরান ২, নবীর , আজিজ রাসেল ও ফয়সাল একটি করে উইকেট লুপে নেয়। ব্যাটিং ও বোলিং বিবেচনায় একাডেমীর ইমরান ম্যাচ সেরার গৌরব অর্জন করেন। ২২ এপ্রিল একই ভেন্যুতে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। জয়ের জন্য মোহামেডান দলকে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর পরিচালক-কোচ লতিফ উল্লাহ চৌধুরী, সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ ও সহকারী কোচ আতিকুর রহমান আতিক।

পাঠকের মতামত: