ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

সৌদি আরবে কারখানায় আগুন লেগে কক্সবাজারের ৪জনসহ ৭জনের মৃত্যু

চকরিয়া নিউজ ডেস্ক :: সৌদি আরবের মদিনা আল মনোয়ারায় আল-খলিল এলাকায় একটি সোফা কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশিসহ ৭জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মৃতদের মধ্য ৬জনের বাড়ি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে কক্সবাজারের মহেশখালীর ৩ জন, রামুর ১জন , চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া থানার ২ জন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ পর্যন্ত কক্সবাজারের ৩জনসহ ৫জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহশখালী উপজেলার ইসহাক মিয়া পিতা জালাল আহমদ ঘটিভাঙ্গা কুতুবজোম , আবদুল আযিয পিতা কবির আহমদ , ঘটিভাঙ্গা কুতুবজোম, মোহাম্মদ রফিক উদ্দিন পিতা আবদুল গফুর ঘটিভাঙ্গা কুতুবজোম , দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সূখছড়ি শাম্বির পাড়ার দুই সহোদর নিজাম ও তার ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে শ্রম কাউন্সিলর আমিনুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, মদিনায় সোফা কারখানায় আগুন লাগার খবর শুনতে পেয়ে তাৎক্ষণিক মদিনায় নিযুক্ত আইন সহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান। ঠিক তার এক বছর আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়।

পাঠকের মতামত: