ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সৈকতের বালিয়াড়িতে ট্যুরিস্ট পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা

ইমাম খাইর, কক্সবাজার ::
মাওয়া প্রান্তে ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের সেতু উদ্বোধন উপলক্ষ্যে জমকালো আয়োজনের ঢেউ মাওয়া প্রান্তে থেমে থাকে নি। দেশের দক্ষিণ সীমান্ত কক্সবাজারে ব্যাপক সাড়া পড়েছে।
শনিবার বিকালে সাগর পাড়ে জেড স্কী মহড়া, প্রীতি ফুটবল ম্যাচ, মোটর শোভাযাত্রা করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
ট্যুরিস্ট পুলিশের সুপার মো. জিল্লুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ মো. রেজাউল করিম, সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই আয়োজন স্থানীয়দের পাশাপাশি সৈকতে আগত পর্যটকদের বেশ আনন্দ দেয়।
ট্যুরিস্ট পুলিশের সুপার মো. জিল্লুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তাশক্তি ও অদম্য সাহসের বলে স্বপ্ন থেকে বাস্তবে রূপ পেল পদ্মা সেতু। জনগনের টাকায় নির্মিত পদ্মা সেতু নির্মিত হওয়ায় বাঙালি জাতি গর্বিত। বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে দেশের চেহারা। আমরা চাইলে সব পারি, এটি আবারো প্রমাণিত।

পাঠকের মতামত: