ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমদের ২ মামলায় ওয়ারেন্ট ইস্যূ

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজার আদালতে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের ২ মামলায় জামিন বাতিল (ওয়ারেন্ট ইস্যূ) হয়েছে। ২ ডিসেম্বর কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে বিচারাধীন সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের পূর্বে জামিনে থাকা চকরিয়া থানার ২টি মামলায় (জি.আর-৪৭/২০০৭ ও জি.আর-৫১/২০০৭) অভিযোগ গঠনের দিন ধার্য্য ছিল। আসামী সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করিলে, আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ উভয় মামলায় আসামীপক্ষের সময়ের আবেদন নামঞ্জুর ক্রমে জামিন বাতিল করতঃ ওয়ারেন্ট ইস্যূর নির্দেশ দেন এবং আসামী সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট সাঈদ হোছাইন এবং আসামী পক্ষে এডভোকেট শামীম আরা স্বপ্না সহ অর্ধ শতাধিক আইনজীবী।

পাঠকের মতামত: