ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ইফতার মাহফিল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :;
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) কলাতলীর স্যান্ডি বিচ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, বিএফইউজে‘র সহকারি মহাসচিব জিএএম আশেক উল্লাহ। ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ইমাম খাইর এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া ইফতার মাহেফিলে উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক আতহার ইকবাল, কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, নুরুল ইসলাম হেলালী, আবদুল মোনায়েম খান, মোহাম্মদ হাসিমসহ সংগঠনের সদস্যবৃন্দ। পরে মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

পাঠকের মতামত: