নিজস্ব প্রতিবেদক ::
মহান মে দিবস উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সভায় বক্তারা বলেছেন, সাংবাদিকদের ন্যায্য মজুরি অবশ্যই নিশ্চিত করতে হবে।সাংবাদিকরা অন্য পেশার চেয়ে সবচেয়ে বেশি শ্রম দিয়ে থাকে। সাংবাদিকরা ২৪ ঘন্টা দায়িত্বের মধ্যে থাকে। তাই সাংবাদিকদের মজুরির বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
কক্সবাজার প্রেসক্লাবে আজ দুপুর ১২ টায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবাল,লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ সেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, চ্যানেল আই , দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ পোস্ট পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, অবজারভার প্রতিনিধি ফরহাদ ইকবাল, নিউ নেশন প্রতিনিধি জুনায়েদ আহমেদ, ইউএনবি প্রতিনিধি দীপক শর্মা দীপু, চ্যানেল ২৪ প্রতিনিধি নুপা আলম,বাংলা টিভি প্রতিনিধি আমিনুল হক আমিন, এসএ টিভি প্রতিনিধি আহাসান সুমন, শফিউল আলম প্রমুখ।
পাঠকের মতামত: