ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘সাংবাদিকতা জগতে কিছু বদমাইশ সংশ্লিষ্ট পক্ষকে বিভ্রান্ত করছে’

palash_1“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের রামু সেনানিবাস সফর ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক হিসেবে নিমন্ত্রণপত্র পেয়েছিলাম।

কিন্তু আমার সতীর্থ, বন্ধু দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক আয়ুবূল ইসলামসহ আরো কয়েকজনের নিমন্ত্রণ পত্র শেষ মূহুর্তে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি অতীব দুঃখজনক, অনভিপ্রেত।

তাদের প্রতি সহানুভূতি স্বরুপ উক্ত অনুষ্ঠানে যোগদান করা হতে বিরত থাকলাম।

12798827_1089247347761988_7325499430185938609_n

আমি জানতে পেরেছি, কক্সবাজারের সাংবাদিকতা জগতে বিচরণকারী কিছু বদমাইশ সংশ্লিষ্ট পক্ষকে বিভ্রান্ত করেছে।
শুধু একটা কথাই বলবো-সব কিছুর পরিশেষ আছে, প্রতিফল আছে”

কক্সবাজারের জনপ্রিয় দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদ  ‘Moinul Hasan Polash’ এর ফেসবুক থেকে নেয়া…

পাঠকের মতামত: