ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সরকারী সফরে হংকং ও চীন যাচ্ছেন জেলা প্রশাসক

Coxs-DC-Ali-Hossain

প্রেস বিজ্ঞপ্তি :
সরকারী সফরে হংকং ও চীন যাচ্ছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। রোববার রাতে তিনি হংকং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বার কথা রয়েছে।
জেলা প্রশাসক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহায়তা প্রকল্পের আওতায় বেজার প্রতিনিধি দলের সাথে ১০ দিনের সফরে হংকং ও চীনের অর্থনৈতিক কর্মতৎপরতা সমৃদ্ধ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন এবং সংশ্লীষ্টদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন। সাত সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। আগামী ৫ মে সফর শেষে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। সফরকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ড. অণুপম সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

পাঠকের মতামত: