দেশের সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে পাসপোর্ট বিভাগ। সেখানে ৭৭ শতাংশ সেবা গ্রহীতা দুর্নীতির শিকার। দুর্নীতিগ্রস্ত হিসাবে দ্বিতীয় খাত হচ্ছে আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থা।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব চিত্র তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
দেশের ১৬ টি সেবাখাতের উপর খানা জরিপে এ তথ্য উঠে এসেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবা খাত হলো পাসপোর্ট বিভাগ।
এদিক থেকে দ্বিতীয় স্থানে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত আইনশৃংখলা বাহিনী। এখাতে ৭৪.৬ শতাংশ সেবা গ্রহীতা দুর্নীতির শিকার।
এরপর আছে শিক্ষা, বিআরটিএ, ভুমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ ১৬টি সেবা প্রতিষ্ঠান। এগুলোতে মোট ৬৭. ৮ শতাংশ সেবা গ্রহীত দুর্নীতির শিকার হয় বলেও জানান তিনি।
পাঠকের মতামত: