মাহাবুবুর রহমান :: কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার দাবীতে মানববন্ধন করেছে কিডনি রোগিরা। ১৪ সেপ্টেম্বর সকালে কক্সবাজার পৌরসভার চত্ত¦রে কক্সবাজার কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবার পরিজনের ব্যানারে মাববন্ধন সভায় রোগীরা বলেন,কক্সবাজার জেলা সদর হাপাতালে এখন ভাল মানের সব সেবা রয়েছে। তবে কিডনি ডায়ালাইসিস সেবা চালু না থাকায় মাসে কক্সবাজার থেকে অন্তত ১০০ জন রোগিকে ঢাকা চট্টগ্রামে গিয়ে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে বিপুল টাকা খরচ করতে গিয়ে অনেকে ভিটাবাড়ি হারা হয়ে গেছে। অনেকে ভিক্ষা করার অবস্থায় চলে এসেছে। তাই দ্রুত কক্সবাজার হাসপাতালে এই সেবা চালু করা গেলে মানুষের অনেক আর্থিক এবং শারীরিক ক্ষতি থেকে মানুষ রেহায় পেত। মানববন্ধন সভায় কিডনি রোগির পক্ষে ঈদগাও ইসলামাবাদ এলাকার হাফেজ ওসমান গনি,একই এলাকার রফিকুল ইসলাম,খুরুশকুল এলাকার আবদুর রহিম বক্তব্য রাখেন। এতে প্রায় ২০ জন কিডনি রোগি অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষরাও এই দাবীকে সমর্থন জানিয়ে বলেন অনেকদিন পর একটি ভাল দাবীতে মানববন্ধন হয়েছে। কক্সবাজার পৌরসভার সাবেক মেয়রও বর্তমান কাউন্সিলার রাজ বিহারী দাশ সহ অনেকে বলেন,দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে কিডনি রোগিদের চিকিৎসা সহ ডায়ালাইসিস করার ব্যবস্থা নেওয়া দরকার।
সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার দাবীতে কিডনি রোগিদের মানববন্ধন
![](https://chakarianews.com/wp-content/uploads/2021/09/kidni-rogi.jpg)
পাঠকের মতামত: