ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সংক্ষিপ্ত সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

100121_113সংক্ষিপ্ত সফরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের ঢাকা এসেছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান আজ মঙ্গলবার বিকাল ৫টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো একটি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অনেক বছর পর সৌদি কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে। তবে আমি প্রতিশ্রুতি দিতে পারি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পরবর্তী সফর খুব বেশি দেরি হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ একটি আলোচনার প্রত্যাশা করছি। দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরো সুদৃঢ় করার উপায় নিয়ে তার সাথে কথা হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এ বছর রিয়াদ ও জাকার্তায় দুইবার বৈঠক হয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। এরপর তার সম্মানে মাহমুদ আলীর দেয়া নৈশভোজে যোগ দেবেন। রাত ৯টায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

 

পাঠকের মতামত: