ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

১৪৪টি প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনে

শ্রেষ্ঠ খেতাব পেলেন চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান 

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৪টি। ২০২১ সালে ‘একটি বিদ্যালয়, একটি স্বপ্নের বাতিঘর’ শিরোনামে উপজেলার এসব প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়ন ও পরিপাটি সুন্দর পরিবেশে শিক্ষাঙ্গনকে আর্দশ পাঠশালায় রুপান্তর করতে একটি পরিকল্পিত কর্মসুচি গ্রহণ করেন চকরিয়া উপজেলা প্রশাসন।

মুলত গৃহিত সেই  কর্মসুচির আওতায় চকরিয়া উপজেলার ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার আমুল পরিবর্তন পুর্বক নতুন প্রজন্মের কোমলমতি  শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীন বাংলাদেশ বির্নিমানে জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আত্বত্যাগ সম্পর্কে ধারণা দিতে প্রতিটি বিদ্যালয়ে একটি করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনে উদোগ নেন চকরিয়া প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর।

চকরিয়া উপজেলার সাবেক ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের শুরু করা একটি বিদ্যালয়, একটি স্বপ্নের বাতিঘর কর্মসুচির আওতায় চলতি ২০২১-২০২২ অর্থবছরে সরকারি বরাদ্দে (স্লিপ ফান্ডের টাকায়)  বর্তমান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান এর সুদক্ষ মনিটরিংয়ের মাধ্যমে ইতোমধ্যে  চকরিয়া উপজেলার ১৪৪ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে সুচারুভাবে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন কাজ। সেখানে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে তৈরি করা একাধিক পাণ্ডুলিপি সমৃদ্ধ বই। পাশাপাশি বঙ্গবন্ধু কর্ণারের সুসজ্জিত কক্ষে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মুলক  ৬০টির অধিক ইতিহাস সমৃদ্ধ বই।

পাশাপাশি ইউএনও জেপি দেওয়ান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে  অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে  চকরিয়া উপজেলার প্রতিটি সরককরি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোতে সুন্দর পরিবেশ নিশ্চিতে কাজ করেছেন। এভাবে চকরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাখাতে ইতিবাচক ভুমিকা রেখেছেন ইউএনও জেপি দেওয়ান।

যার ফলশ্রুতিতে কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর কতৃক প্রদত্ত ” প্রাথমিক শিক্ষা পদক ২০২২” এ শ্রেষ্ঠ শিক্ষাবান্ধব ইউএনও  ক্যাটগরীতে কক্সবাজার জেলার ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। প্রাথমিক শিক্ষা অধিদফতর কক্সবাজার জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত  গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা  অধিদপ্তরে পাঠানো পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবছর কক্সবাজার জেলা থেকে প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে ১৯টি ক্যাটাগরী নির্ধারণ করা হয়েছে। তদমধ্যে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য ও জনবান্ধব কর্মকর্তা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান মহোদয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ (ইউএনও) নির্বাচিত হওয়ায় কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া)  আসনের সাংসদ আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং  প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ (এসএমসি), শিক্ষার্থী ও অভিভাবক মহলের পক্ষথেকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়ে অভিমত ব্যক্ত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান। তিনি বলেন, আমার এই সফলতার পেছনে চকরিয়া উপজেলাবাসির সহযোগিতা ছিল সবার আগে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা পরিবার বিদ্যালয়গুলোতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই আমার এই অর্জন এসেছে। আশাকরি সবাই নিজের অবস্থান থেকে আগামীতেও বিদ্যালয়ের সুন্দর পরিবেশ ও লেখাপড়ার মানোন্নয়নে সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, যতদিন চকরিয়া উপজেলা স্টেশনে আছি,  আগামীদিনে সবার সহযোগিতা ও সুন্দর পরামর্শকে কাজে লাগিয়ে চকরিয়া উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সত্যিকার অর্থে ” একটি বিদ্যালয়, একটি স্বপ্নের বাতিঘর ” হিসেবে পরিণত করবো। এই পরিকল্পিতে আমরা সবাই এগিয়ে যাবো।

পাঠকের মতামত: