ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

শ্রীলঙ্কায় বিস্ফোরণে নিহত বেড়ে ২৯০, এখনও পর্যন্ত গ্রেফতার ২৪

অনলাইন ডেস্ক ::

ইস্টারের সকালে ভয়াবহ বিস্ফোরণ ৷ সকাল আর দুপুরে ৮টি বিস্ফোরণে লন্ডভন্ড শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও আরও কয়েকটি শহর ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ ৷ মৃতদের মধ্যে রয়েছে ৩ জন ভারতীয়ও ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মধ্যে ১০ জনকে সিআইডি-র হাতে তুলে দিয়েছে পুলিশ ৷

১ দশকের মধ্যে সবচেয়ে বড় জঙ্গি হামলা শ্রীলঙ্কায়। কাঁপল কলম্বো সহ দেশের একাধিক জায়গা ৷ প্রথমে বিস্ফোরণ ৩টি চার্চে। কলম্বোর সেন্ট অ্যান্টনি, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান ও বাত্তিকালোয়ার জিয়ন গির্জায় প্রায় একই সময় বিস্ফোরণ হয়। এর মধ্যে পূর্ব শ্রীলঙ্কার বাত্তিকালোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে আবু মহম্মদ নামে এক সন্দেহভাজনের নাম পাওয়া গিয়েছে ৷

এর পরের টার্গেট কলম্বোর অভিজাত হোটেল। পরপর বিস্ফোরণ সিনামন গ্র্যান্ড, শানগ্রিলা, কিংসবারি ও মাউন্ট ল্যাভিনিয়া হোটেলে। এরমধ্যে দ্য শানগ্রিলা হোটেলে আত্মঘাতী বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন জাহারান হাসিম ৷ শেষ বিস্ফোরণটি হয় কলম্বো লাগোয়া দেমাতাগোড়ার একটি আবাসনে ৷

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি ৷ গোয়েন্দাদের আশঙ্কা, এই হামলার পিছনে রয়েছে এনটিজের হাত ৷ দেশজুড়ে কার্ফু জারির পাশাপাশি শ্রীলঙ্কা জুড়ে সোশাল মিডিয়া ব্যবহারে জারি হয়েছে সাময়িক নিষেধাজ্ঞা ৷ গোটা দেশজুড়ে চলছে তল্লাশি ৷ এরমধ্যেই রবিবার গভীর রাতে কলম্বোর এয়ারপোর্টের কাছে একটি পাইপের মধ্যে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ ৷ যদিও সেটিকে ডিফিউজ করতে সক্ষম হয়েছে পুলিশ ৷

ধারাবাহিক আটটি বিস্ফোরণের জেরে আহতের সংখ্যাও ছাড়িয়েছে প্রায় ৫০০ ৷ মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ মৃতদের মধ্যে রয়েছেন ৩৫ জন বিদেশীও ৷ এরা কেউ ছিলেন ব্রিটিশ, পর্তুগীজ, চাইনিজ এবং আমেরিকার বাসিন্দা ৷-নিউজ১৮

পাঠকের মতামত: