সংবাদ বিজ্ঞপ্তি:
সম্প্রতি শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেই চলেছে। আর এসব ঘটনা পত্র-পত্রিকা ও টিভির মাধ্যমে জানতে পারছেন শিশুরা, এতে করে আতংকিত হয়ে পড়ছে তারা। এর প্রতিবাদে সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) শিশু ধর্ষণ ও নির্যাতনকারিদের কঠোর শাস্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার ৬ আগষ্ট সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আলী হোসেনকে স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি। এ সময় জেলা প্রশাসক বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা থেকে রক্ষার জন্য সরকারের নির্দেশ প্রশাসন সোচ্চার। এনসিটিএফ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, অতীতের ন্যায় শিশুদের যে কোন ধরণের সাহায্য-সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। কক্সবাজার জেলায় যেন এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে না পারে সে জন্য জেলাবাসিকে সজাগ থাকার অনুরোধও করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- এনসিটিএফ জেলা সভাপতি মো. শাহীন, সাধারণ সম্পাদক আবু তৈয়ব রুবেল, শিশু সাংবাদিক মো. জুয়েল, শিশু গবেষক সাবরিনা সিফাত, ফারজানা রূপা, চাইল্ড পার্লামেন্টের মেম্বার (ছেলে) সাঈদ বিন আল হোসাইন হৃদয়, চাইল্ড পার্লামেন্টের (মেয়ে) তানজিনা আলম ঝুমু, শিশু সাংবাদিক (মেয়ে) লামিয়া আকতার, ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার মরিয়ম আমিন ফেন্সিসহ প্রমুখ।
পাঠকের মতামত: