ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করতে জ্ঞানচর্চার কোন বিকল্প নেই -পেকুয়া মডেল জি.এম.সি ইনষ্টিটিউশন বক্তারা

এম.জুবাইদ. পেকুয়া:
পেকুয়া উপজেলার প্রাচীনতম বিদ্যানিকেতন সরকারীকরণের সুপারিশকৃত পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশানের ২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আ’লীগের সদস্য উম্মে কুলছুম মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহাবুব উল করিম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া – পেকুয়ার সহকারী পুলিশ সুপার সার্কেল কাজী মতিউল ইসলাম, অত্র প্রতিষ্টানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌং, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, জেলা পরিষদ সদ্স্য জাহাঙ্গীর আলম, জেলা আ’লীগের সদস্য গিয়াস উদ্দীন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মাহাবুব ছিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাছান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বেলাল উদ্দিন, ছরওয়ার উদ্দিন, শাহেনা বেগম, সাবেক সদস্য গোলাম মোস্তাফা চৌং, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আশেক এলাহী, এটি এম শফিকুর রহমান, তাতীলীগের উপজেলা সভাপতি জায়েদ মোর্শেদসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন। এতে অভিভাবকদের মধ্য বক্তব্য রাখেন ফারুক আজাদ, মোহাম্মদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল হোছাইন, সহকারী শিক্ষিকা মারুফা দিদা, অরিন্দম দেব নাথ, নুর মোহাং, জাহাঙ্গীর, মাও.কফিল উদ্দিন, গফুর, নুর মোহাং, ইমাম উদ্দিন আমিন, খাইরু, সেলিনা, কফিল উদ্দিন, মাও.রুহুল আমিনসহ শিক্ষকশিক্ষিকাবৃন্দ। এসময় বিদায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে অতিথিরা বলেন তোমাদের ফলাফলের উপর নির্ভর করছে এ বিদ্যালয়ের ঐতিহ্য। কেন না আগে যারা এখান থেকে বিদায় নিয়ে উচ্চ শিক্ষার জন্য গিয়েছে এদের মধ্য থেকে ডাক্তার, উকিল, ম্যাজিষ্ট্রষ্টসহ সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়েছে। তারাই এ বিদ্যালয়ের সুনাম বৃদ্বি করেছে। শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। ইতিমধ্যে এ বিদ্যালয় সরকারী করণের সুপারিশকৃত হয়েছে। এটি পেকুয়াবাসীর জন্য আনন্দের বিষয়। সরকারী করণের সুপারিশ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত: