ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শহরে পথশিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ::
কক্সবাজার শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
পথশিশুদের কল্যাণমূলক সংগঠন ‘নতুন জীবন’ এর উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে সহযোগিতা করে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে নতুন জীবনের অর্থ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জয়নাল আবেদিন, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, দৈনিক সকালের সম্পাদক ফরহাদ ইকবাল, নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পথশিশুরা মূল ধারার জীবন যাপনে ফিরে আনার জন্য যা যা দরকার সবকিছুই করা হবে। তাদের খাদ্য, নিরাপদে রাত্রিযাপনের জন্য নাইট শেল্টার নির্মাণের ব্যবস্থা হচ্ছে। শিগগিরই বাস্তবায়ন হবে।

পাঠকের মতামত: