কক্সবাজারের দুটি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরির্দশন করেছেন ইউএনএইচসিআর’র বাংলাদেশ কান্ট্রি প্রধান সিনজু কোবো। তিনি ৭ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১ টার সময় টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ও বেলা ২ টার সময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শণ করেন। এ সময় শরনার্থী প্রত্যাবাসন ও ত্রান কমিশনার (যুগ্ম সচিব) এস এম রেযোয়ান হোসাইন, অতিরিক্ত শরনার্থী প্রত্যাবাসন ও ত্রান কমিশনার(উপ-সচিব) চৌধুরী ফজলুল করিম, নয়াপাড়া শরনার্থী ক্যাম্প ইনচার্জ সাইদুল ইসলাম, কুতুপালং শরনার্থী ক্যাম্প ইনচার্জ , ইউএনএইচসিআর কক্সবাজার সাব অফিস ইনচার্জ মি’ জন ম্যককিসসিক সহসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনএইচসিআর বাংলাদেশ প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও শরনার্থীদের নিবার্চিত প্রতিনিধিদের সাথেও পৃথক পৃথক বৈঠক করেন।
পাঠকের মতামত: