ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শপথ নিলেন জেলার ১৫ ইউপির চেয়ারম্যান

এম.এইচ আরমান ::  কক্সবাজারের নব নির্বাচিত ১৫ ইউপির চেয়ারম্যানদের শপথ গ্রহণ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব শ্রাবস্তী রায়ের সঞ্চালনায় কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মামুনুর রশীদ। তিনি বলেন- গ্রামকে শহরের সুযোগ সুবিধায় সম্পৃক্ত করতে হলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন রূপান্তর করতে হবে, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনী ইশতেহার মত কাজ করতে হবে।

নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা তাদের ইউনিয়নকে দূর্ণীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত- মাদকমুক্ত এবং মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি দেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আব্দু রহমান বদি, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।

এসময় উখিয়ার রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল হুদা জালিয়া পালং এস.এম ছৈয়দ আলম, পালংখালী গফুর উদ্দিন চৌধুরী- রামুর ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মদ ভূট্টো, গর্জনিয়া মুজিবুর রহমান বাবুল, কচ্ছপিয়া আবু ইসমাইল মোঃ নোমান, কাউয়ারখোপ শামশুল আলম,ফতেখাঁরকুল সিরাজুল ইসলাম ভূট্টো, রশিদ নগর এমডি.শাহ আলম, জোয়ারিনালা কামাল শামশুদ্দিন প্রিন্স, চাকমারকুল মোঃ নুরুল ইসলাম সিকদার, দক্ষিণ মিঠাছড়ি খোদেস্তা বেগম রীনা, খুনিয়াপালং আব্দুল হক, রাজারকুল মফিজুর রহমান এবং সদর উপজেলার ১টি ইউনিয়ন পিএমখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ শপথ গ্রহণ করেন।

সরকারী গ্যাজেট হলেই জেলার বাকী নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানান জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শ্রাবস্তী রায়।

 

পাঠকের মতামত: