ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ায় একটি ভবন থেকে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তৌহিদুল ইসলাম (২০) বলে জানা গেছে।

আজ বুধবার (২১ অক্টোবর) সকালে লোহাগাড়া উপজেলা সদরের বারআউলিয়া ডিগ্রী কলেজের বিপরীতে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বাংলানিউজ
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করি।

বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জানতে পেরেছি তিনি ব্যক্তিমালিকানাধীন একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।” সবকিছু খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: