ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ার মাদক সম্রাট রাসেল ১৭ হাজার ইয়াবাসহ আটক চাঁদপুরে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :: লোহাগাড়ার ইয়াবা সম্রাট রাসেলসহ তিন মাদক কারবারীকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে হাতেনাতে আটক করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা পাচারে ব্যবহ্নত একটি মোটরসাইকেল ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাচিয়াখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযানে আটকৃতরা হল-চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার সুখছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে মো: রাসেল (৩৫),
ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী এলাকার বাসিন্দা আব্দুল হাই পাটোওয়ারীর ছেলে মোঃ মামুন পাটওয়ারী (৪২) ও মোঃ রেজাউল করিম।

.মঙ্গলবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন তাঁর কার্য্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান।

এ সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রকিব বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও আটক মো: রাসেল চট্টগ্রামের লোহাগাড়ার চিহ্নিত ইয়াবা সম্রাট বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: