বান্দরবানের লামা পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম সারোয়ার (৬৫) মারা গেছেন। সোমবার ভোর ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ একটি আগরগাঁ হার্ট সেন্টার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে যান। সোমবার বিকাল ৫টায় লামা পৌরসভার কলিঙ্গাবিল জামে মসজিদের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাপন করা হয়। মরহুমের জানাযায় বান্দরবান জেলা সদর উপজেলা চেয়রম্যান আবদুল কুদ্দুস, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসমাইল, পৌরসভার মেয়র মো. জহিরুর ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, বান্দরবান জেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি মুজিবুর রশিদসহ পাঁচ শতাধিক মুসল্লী অংশ গ্রহন করেন। গোলাম সারোয়ারের মৃত্যুতে বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, গোলাম সারোয়ার লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরীর পরিষদে প্রথম সদস্য নির্বাচিত হন। এর পর লামা পৌরসভার প্রথম পৌর প্রশাসক মো: হেলালুদ্দীন আহম্মেদ এর ৪ সদস্য বিশিষ্ট প্রসাশক পরিষদের সদস্যের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি লামা পৌরভার প্রথম নির্বাচনে অংশগ্রহন করে কমিশনার নির্বাচিত হয়েছিলেন।
পাঠকের মতামত: