বান্দরবানের লামা উপজেলায় একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের সোলেমান বাজার থেকে তাকে আটক করা হয়। আটকরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আহমদ হোসেনের ছেলে আবদুর রশিদ (৫০) ও দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আজিজনগর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে তক্ষক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মনির আহমদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সোলেমান বাজারে অভিযান চালায়। এ সময় খাবা বাজার মাজার গেইট এলাকা থেকে বড় আকারের একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেন।
তক্ষকসহ আবদুর রশিদকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, আটকদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: