ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় জেলা পরিষদের জনগুরুত্বহীন ও অস্তিত্ববিহীন ৪৭ প্রকল্প

lamaমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক চলতি ২০১৬-১৭ অর্থ বছরে ১ম কিস্তির বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় লামা উপজেলায় জনগুরুত্বহীন ও অস্তিত্ববিহীন ৪৭টি প্রকল্পের বিপরীতে ৩৯৩ মে.টন খাদ্যশস্য বরাদ্দ প্রদান করার অভিযোগ তুলেছে ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগী জনগণ। বরাদ্দকৃত খাদ্যশস্যের মধ্যে ৩১৪.৫০ মে.টন চাউল ও ৭৮.৫০ মেঃটন গম।

সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জিও নং- ২৯.০০.০০০০.২২৩.০২০.০২.১৫.৩৩৮, তারিখঃ ২৪.০৯.১৬খ্রিঃ মূলে বান্দরবান জেলা পরিষদকে বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় ১৬৫০ মে.টন চাউল এবং ৫০০ মে.টন গম বরাদ্দ প্রদান করেন। উক্ত বরাদ্দ হতে বান্দরবান জেলা পরিষদ লামার উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৭টি প্রকল্পের বিপরীতে ৩৯৩ মে.টন খাদ্য শস্য বরাদ্দ প্রদান করেছেন। লামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা জিজ্ঞাসায় বলেছেন, লামা উপজেলা হতে দু’টি অনাথ আশ্রম প্রকল্পের বিপরীতে ৪মে.টন খাদ্যশস্য উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৩৮৯ মে.টন খাদ্যশস্য বান্দরবান সদর খাদ্য নিয়ন্ত্রকের অফিস হতে উত্তোলন করা হয়েছে বলে তিনি ধারনা করছেন। প্রকল্প সংশ্লিষ্ট খাদ্য গুদাম হতে খাদ্যশস্য উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়টি খুবই স্পর্শকাতর। আমি একজন ছোট কর্মচারী। এভাবে ডিও উত্তোলনের বিষয়টি বান্দরবান জেলা পরিষদই ভাল জানেন।

গৃহীত প্রকল্পের বিষয়ে অবগত কিনা জানতে চাইলে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা সাংবাদিককে বলেন, তার ইউনিয়নে অস্তিত্ববিহীন প্রকল্প রয়েছে। প্রকল্পের কোন কাজ এখনও শুরু হয়নি। লামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার কামাল মাইজ্জ্যা মিয়া জানিয়েছেন, লামা ইউনিয়নের প্রকল্পগুলো কোন কার্যক্রম শুরু করা হয়নি। এলাকাবাসি প্রকল্পের চেয়ারম্যানদের নামও জানেনা। ফাইতং ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, কার মাধ্যমে ফাইতং ইউনিয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে তিনি অবগত নন। জনগুরুত্বহীন প্রকল্প গ্রহণ করে এবং তা যথাযতভাবে বাস্তবায়ন না করে খাদ্যশস্য লোপাটের চেষ্টা করা হচ্ছে। প্রকল্প চেয়ারম্যানদের নাম ঠিকানা তার জানা নাই মর্মে তিনি দাবি করেছেন।

গজালিয়া ইউনিয়নের প্রকল্পগুলো হল- ১নং গজালিয়া ইউনিয়ন এমংথোয়াই পাড়া হইতে কোয়াংক্ষ্যাং ঝিড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, চিংলেং খাল হইতে অংসাথুই জমি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, অংথোয়াই পাড়া হইতে গাঁগুলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, গজালিয়া হইতে ফাইতং সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, মংহ্ন জমি হইতে চাইহ্লামং খামার পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, গংবা জমি হইতে কচু পাইন্যা পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, উজানি পাড়া হইতে চিংনুঅং খামার পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, রেমং পাড়া হইতে আনুমং খামার পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউ, দশ মাইল মুসলিম পাড়া হইতে বধুঝিরি ত্রিপুরা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, গজালিয়া রাস্তা হইতে উজিরাম পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, বড় পাড়া হইতে কোলাইক্যা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন গম, চিন্তা বড় পাড়া হইতে তুলাতলী পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ৫মে.টন চাইল, ৫মে.টন গম, বক্ষ্যং ঝিরি পাড়া হইতে তুলাতলী পাড়া রাস্তা সংস্কার- ৫মে.টন চাউল, ৫মে.টন গম, অললট পাড়া চেরাং ঘর নির্মাণ- ১.৫মে.টন চাউল, ১.৫মে.টন গম।

লামা সদর ইউনিয়নের মধ্যে রয়েছে- কাকুং পাড়া হইতে অংহ্লা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন গম, খনচং পাড়া হইতে ওর পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ৫মে.টন চাউল, গম ৫মে.টন, পোপা হেডম্যান পাড়া হইতে দোছড়ি মার্মা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন গম। ফাঁসিয়াখালী ইউনিয়ন- কাঁঠাল ছড়া পাড়া হইতে ওয়াক্রা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০ মে. টন চাউল, হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার উপাসনালয় নির্মাণ- ১মে.টন চাউল, ১মে.টন গম, জিনামেজু অনাথ আশ্রমে খাদ্য সরবরাহ- ২মে.টন চাউল।

৪নং আজিজনগর ইউনিয়নে- রফিকের বাগান হইতে নজির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, গণি সরকার বাড়ি হইতে শফি বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, আমির বাড়ি হইতে আকরামের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, মনির বাড়ি হইতে কামাল বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, সোনারাম পাড়া হইতে উল্লামিয়া বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, ইব্রাহীমের বাড়ি হইতে মুক্তার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, তেলুনিয়া পুর্ণবাসিত মার্মা পরিবারের স্বচ্ছলতা আনয়নে হাঁস মুরগী পালন- ১মে.টন চাউল, ১মে.টন গম, আজিজনগর কলনী পাড়া কালভার্ট নির্মাণ- ১.৫মে.টন চাউল, ১.৫ মে.টন গম, হাবিবীয়া মাদ্রাসা হেফজ খানা ও এতিমখানা ঘর নির্মাণ- ১.৫মে.টন চাউল, ১.৫ মে.টন গম, বঙ্গবন্ধু হাইস্কুল হইতে আনন্দ পাড়া হইয়া সফিকুলের বাড়ি পার্শ্বে দিয়া চিওনি খাল পর্যন্ত রাস্তা সংস্কার- ১মে.টন চাউল, ১মে.টন গম।

৬নং রুপসীপাড়া ইউনিয়নে- বেগুন ঝিরি হইতে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, আজিমের দোকান হইতে বড়ুয়া পাড়া হইয়া রাজবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন গম, মুরুং ঝিরি হইতে হালিমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন গম, সূর্য আলো শিশু সদনে ছাত্র/ছাত্রীদের খাদ্য সরবরাহ- ১মে.টন চাউল।

ফাইতং ইউনিয়ন- গজালিয়া হইতে মগনামা পাড়া পর্যস্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, বড় মুসলিম পাড়া হইতে সুতাবাদী পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, বদল টিয়া রাস্তা হইতে মুরুং পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, ডেসটিনি বাগান হইতে লম্বাশিয়া বাগান পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, মুসলিম পাড়া হইতে কারিয়াং পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, ফাইতং খাল হইতে কইজ্যা খোলা পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, বাইন্যাখোলা হইতে কোয়াইহ্লাখইং খামার পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল, চিংসামং জমি হইতে ফাদু পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার-১০মে.টন চাউল, রওয়াজা পাড়া হইতে মানিকপুর সড়কের মাথা পর্যন্ত রাস্তা সংস্কার- ১০মে.টন চাউল।

লামা পৌরসভা- চাম্পাতলী মার্মা পাড়া হইতে গুলির মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার- ৫মে.টন চাউল, ৫মে.টন গম, নবজাগরণ মহিলা উন্নয়ন সমিতির আসবারপত্র ক্রয়- ১০মে.টন চাউল, মহামুনি শিশু সদনের ছাত্র/ছাত্রীদের খাদ্য সরবরাহ- ৩মে.টন চাউল। কলিঙ্গাবিল গোল্ডেন বয়েস ক্লাবের জন্য আসবারপত্র সরবরাহ- ১মে.টন চাউল, ১মে.টন গম।

প্রকল্পের বিষয় ও বাস্তবায়ন নিয়ে বান্দরবান জেলা পরিষদের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও জেলা পরিষদের গণ-যোগাযোগ কর্মকর্তা জুড়িমং জানিয়েছেন, খাদ্যশস্য সংক্রান্ত কোন তথ্য তার কাছে নাই।

পাঠকের মতামত: