ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় গাছ পড়ে নিহত ১, লাশ নিয়ে লুকোচুরি

নিহতমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম এলাকার ঘিলাপাড়ায় গাছ পড়ে আব্দু শুক্কুর (৩৬) নামে এক কাঠুরিয়া মারা গেছে।

জানা গেছে, ২৯ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম এলাকার ঘিলাপাড়ায় গাছ পড়ে গুরুতর আহত হয় আব্দু শুক্কুর। চিকিৎসার জন্য তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসে। রাত সোয়া ৭টায় লামা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার মোঃ কাউছার হোসেন তাকে মৃত ঘোষণা করে।

ডাক্তার আরো বলেন, রোগী মৃত ঘোষণা করায় যারা নিয়ে আসে তারা দ্রুত মৃতের লাশ নিয়ে যায় এবং রেজিষ্টারে নাম ঠিকানা এন্টি করতে দেয়নি। সে লামা পৌরসভার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের মাইট্টাটিলা এলাকার বাসিন্দা। নিহত আব্দু শুক্কুরের স্ত্রী ও ৪ ছেলে-মেয়ের কান্নায় পরিবেশ ভারী হয়ে আসে।

লামা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মারাং ত্রিপুরা গাছ পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আব্দু শুক্কুর রুপসীপাড়া ইউনিয়নের কাঠ ব্যবসায়ী ইনচাঁন সওদাগরের অধিনে গাছ কাটতে গিয়েছিল।

পাঠকের মতামত: