ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় অন্ত:সত্ত্বা গৃহবধূকে ধর্ষনের ঘটনার প্রধান আসামী জয়নাল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া  ::
লামায় দুই শিশু সন্তানকে আটকে রেখে অন্ত:সত্ত্বা গৃহবধূকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর আভিযানিক দল।

আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, গত ২২ ডিসেম্বর লামার এক গ্রামে দুই শিশু সন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্ত:সত্ত্বা গৃহবধূকে রাতভর ধর্ষন ও নির্যাতন চালায়। পরে দুর্বৃত্তরা বাড়ির আলমারী ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই জনের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর বান্দরবান ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহের এক পর্যায়ে নির্ভযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত: