ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন বিএনপির ভাইসচেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

প্রেস বিজ্ঞপ্তি:222
মিয়ানমারের সেনাবাহিনীর অমানবিক বর্বরতা ও হত্যাযজ্ঞের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বররকত উল্লাহ বুলু। তিনি মঙ্গলবার উখিয়ার থাইংখালীতে (হাকিমপাড়া) শরণার্থী ক্যাম্পে ১০০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর সবকিছু গৃহস্থালি সামগ্রী। এর মধ্যে রয়েছে থালা-বাসন, প্লেট, গ্লাস, বালতি, বদনা, কম্বল। এছাড়াও বিস্কুটও বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর সহধর্মীনি শামীমা বরকত লাকী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ (ঢাকা বিভাগ), কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উখিয়া বিএনপির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য মোক্তার আহামদ, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দীন রাজু প্রমুখ ।
ত্রাণ বিতরণ শেষে বরকত উল্লাহ বুলু ড্যাব’র উদ্যোগ পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে নির্যাতিত ও বিভিন্ন রোগে আক্রান্ত রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি রোহিঙ্গাদেরকে ধৈর্য্য ধারণ করে থাকার আহ্বান জানান। সেখানে তিনি রোহিঙ্গা রোগীদের আর্থিক সহায়তা করেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তা ও দু:খ-দুর্দশার বর্ণনা শুনতে বিএনপির শীর্ষ নেতারা ছুটে আসছেন। পর্যায়ক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বেশি শীর্ষনেতা এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রতিদিন ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পাঠকের মতামত: