ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

রামু হাইওয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ সিএনজি জব্দ আটক ১

নুর মোহাম্মদ, রামু ::  কক্সবাজার-টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশে অভিযানে খুনিয়াপালং ইউপিস্থ তুলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি করে ৩ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ-২৬ কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

আজ শনিবার ১৪ সেপ্টম্বর ১১টার দিকে রামু খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইয়াবাকারবারী টেকনাফ উপজেলার সাবরাং পুরান পাড়া এলাকার আজিজুল হকের পুত্র। রামু ক্রসিং হাইওয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে ৩ হাজার ইয়াবাসহ একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আব্দুল্লাহ জানান, ৩ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদাসতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: