ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদে দুঃস্থ প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ

রামু প্রতিনিধি
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদ রামু শাখার উদ্যোগে দুঃস্থ-প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার, ১২ এপ্রিল সকালে রামু উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদ কক্সবাজার শাখার সভাপতি ডা. নূরুল আবছার।
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদ রামু শাখার সভাপতি মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব সুরেশ বড়ুয়া বাঙালী, পরিষদের উপদেষ্টা, সোস্যাল এইড এর চেয়ারম্যান প্রসূন বড়ুয়া, সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মো. সাহাব উদ্দিন প্রমূখ।
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদ রামু শাখার সাধারণ সম্পাদক দোলন ধর জানিয়েছেন- অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী ৩০ জন দুঃস্থ-প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জনকল্যাণে কাজ করে যাচ্ছে।

পাঠকের মতামত: