অনলাইন ডেস্ক :: পর্যটন নগরী কক্সবাজারে বেড়ে চলেছে অনুমোদনহীন অবৈধ ম্যাসাজ পারলার। এসব পার্লারের আড়ালে চলছে অনৈতিক ও অসামাজিক কর্মকা-। অভিযোগ আছে এই ধরনের অনৈতিক কর্মকান্ডের সুযোগ দিয়ে মোটা অংকের অর্থ মাসোহারা তুলছে এক শ্রেণির প্রভাবশালী।
কক্সবাজার হোটেল-মোটেল জোনের লংবীচ হোটেলের বিপরীত পাশে অবস্থিত হোয়াইট বিচ হোটেল। হোয়াইট বীচ হোটেলের তৃতীয় তলায় গড়ে উঠেছে অ্যাঞ্জেল টাচ নামের একটি ম্যাসাজ পার্লার। এছাড়া ওশান প্যারাডাইজ হোটেলের বিপরীত দিকে গড়ে উঠেছে হংকং স্পা নামে আরও একটি ম্যাসাজ পার্লার। কিন্তু কোনটিরই অনুমোদন নেই। সম্পূর্ণ অবৈধভাবে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলে এগুলো। অভিযোগ রয়েছে এসব পার্লারের ভেতরে ম্যাসাজের বদলে চলছে পতিতাবৃত্তি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব পার্লারের অনুমোদনের জন্য আবেদন করলেও তাদের পরিবেশ ভালো না থাকায় অনুমতি দেয়া হয়নি। তারপরও তারা স্থানীয় প্রভাবশালী নেতাদের হাত করে এসব পার্লারে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইরে থেকে ভেতরের পরিবেশ সম্পর্কে অনুমান করা খুবই কঠিন। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে খন্ড খন্ড কক্ষে নারীরা অপেক্ষা করছেন। এখানে চলছে ভয়ংকর অনৈতিক কর্মকা-। স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেরাসহ যুব-সমাজের একটি বড় অংশ এদের কাস্টমার। সেখানে দেখা মিলে ম্যাসাজের দায়িত্বে থাকা সুন্দরী রমণীদের।
একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, শুধু স্কুল-কলেজ পড়–য়ারাই নয়, আড়ালে এ ম্যাসাজ পার্লারে আসে ইয়াবা গডফাদাররাও। তারা এখানে এসে আত্মগোপনে থাকে। আর এসব ম্যাসাজ পার্লারের মালিকরা মোটা অংকের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
অ্যাঞ্জেল টাস ম্যাসাজ পারলারের পাশের ফ্ল্যাটের একজন জানান, এখানে অনৈতিক কাজ হয়, তা সবাই জানে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। অসামাজিক এসব পার্লার থেকে প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তা মোটা অংকের মাসোহারা নিয়ে তাদের সুযোগ করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের সাবেক এনডিসি লুৎফর রহমান বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালীন অ্যাঞ্জেল টাস ম্যাসাজ কর্তৃপক্ষ অনুমোদনের জন্য আবেদন করে। কিন্তু কোন এটি অনুমোদন পাওয়ার যোগ্য নয়। তাই তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, একই ভাবে হংকংসহ অনেকে অনুমোদনের জন্য আবেদন করেছিল। কিন্তু প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। সবগুলোই অনুমোদনহীন অবৈধভাবে চলছে।
মোবাইলে এসব বিষয়ে অ্যাঞ্জেল টাস ম্যাসাজ পার্লারের ম্যানেজার সাজু বলেন, ‘আমাদের জেলা প্রশাসনের সব অনুমোদন রয়েছে। আপনি এসে দেখে যান।’ পরে সেখানে গেলে কিছুই দেখাতে পারেননি তিনি। পরে আর্থিক প্রলোভন দেখিয়ে নিউজ না করার অনুরোধ করেন।
এ বিষয়ে কক্সবাজারের ভারপ্রাাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার বলেন, ‘অনুমোদনহীন কোন প্রতিষ্ঠান চলতে পারে না। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশ:
২০১৯-০৭-১৯ ১৩:৫২:১৭
আপডেট:২০১৯-০৭-১৯ ১৩:৫২:১৭
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
পাঠকের মতামত: