ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মেরিন ড্রাইভ সড়কে ২০০ ছেলেমেয়ের রোলার স্কেটিং ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি ::
বাংলাদেশ স্ক্যাটিং ফেডারেশন জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম কক্সবাজারে রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে। এতে স্পন্সর করেছে ওয়ালটন গ্রুপ। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় লাবণী বিচ পয়েন্টে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

উদ্বোধনকালে তিনি বলেন, “ম্যারাথন হচ্ছে বিজয়ের সংবাদ পৌঁছানো। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। যুবদের যত বেশি খেলাধুলায় সম্পৃক্ত করা যাবে, ততো বেশি মাদক থেকে দূরে রাখা যাবে। এতে তাঁরা পড়ালেখা ও শরীর গঠনের প্রতি মনযোগী হবে।”

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের জেষ্ঠ্য পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ওয়ালটন ১ম প্রথম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতার আহবায়ক সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দীন, ক্রীড়া সংগঠক নুরুল কবির পাশা, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মো. রশীদ বলেন, ‘এই আয়োজন পর্যন্ত শিল্প ও ক্রীড়া উন্নয়নে অবদান রাখবে। পর্যটনের পাশাপাশি ক্রীড়ার কেন্দ্রবিন্দু হিসেবেও নতুন করে জানবে কক্সবাজারকে। এছাড়া এখানকার পরিবেশ ও জীব বৈচিত্র্য সুরক্ষায় মানুষ আরও সচেতন হবে।’

ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই মাদক থেকে রক্ষায় ওয়ালটন গ্রুপ সারাদেশে যুব সমাজকে ক্রীড়ামূখী করার কাজ করছে। দেশের অহংকার কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ‘

উদ্বোধনের পরে স্কেটিংয়ে অংশ নেওয়া প্রতিযোগীরা টেকনাফ হাজাম পাড়ায় যায়। সেখান থেকে শুরু হয় কাঙ্খিত ওয়ালটন প্রথম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা। অংশ নেওয়া ২০০ প্রতিযোগীর মধ্যে ৪টি ছেলেদের ও ২টি মেয়েদের গ্রুপ বিভক্ত হয়ে দীর্ঘ ২৬ কিলোমিটার পথ পাড়ি দেয়। যা শেষ হয় টেকনাফের জিরো পয়েন্ট সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোনে গিয়ে।

০৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আয়োজনে ছিল স্কেট বোর্ড ও রোপ স্কিপিং খেলার প্রতিযোগিতা, রোলার স্কেটিং খেলার প্রদর্শনী, একটি আকর্ষনীয় স্কেটিং র‍্যালি এবং সবশেষে অংশগ্রহণকারী সকল স্কেটারদের নিয়ে বীচ ক্লিনিং কর্মসূচি। ১০ সেপ্টেম্বর সৈকতের লাবণী পয়েন্টে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনের এই আয়োজন শেষ হবে।

পাঠকের মতামত: