ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন জেসিয়া

মিস ওয়ার্ল্ডের ৬৭ তম আসরের সেমিফাইনাল থেকে বাদ পড়লেন বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জেসিয়া। তিনি গ্রুপ সিক্স থেকে বিজয়ী হয়ে চলতি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেরা ৪০ জনের একজন ছিলেন। সেমি ফাইনালিস্টদের নিয়ে আজ সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার পর আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জেসিয়া ইসলাম। 

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেমিফাইনালে- অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, স্লোভাকিয়া, ব্রাজিল, রাশিয়া, ফিলিপাইন, কুক আইল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নেপাল, ফিজি, মঙ্গোলিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ও ভারতের,  প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্য থেকে আজ চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিস ওয়ার্ল্ড-২০১৭ নির্বাচিত করবেন বিচারকরা।

পাঠকের মতামত: