ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মালুমঘাট হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনা আহত-১

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার গেটের সামনে তত্তাভর্তি টমটম আর নোহাগাড়ীর সংঘর্ষে টমটম চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার গেটের সামনে এর্দূঘটনা ঘটেছে।

আহত-টমটম চালক হাসপাতালে নিয়ে যাওয়ায় নাম জানা হয়নি।

স্হানীয়রা জানান,মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের গেটের সামনে কক্সবাজারমূখি একটি নোহা গাড়ি মালুমঘাট বাজারমূখি তত্তাভর্তি এক টমটম  গাড়িকে ধাক্কা দিয়ে খাত করে ফেলে চলে যায়।এতে টমটম চালক গুরুতর আহত হন। পরে জনতা ধাওয়া করে নোহা গাড়িটি আটক করেন।এরপর নোহা আর টমটম গাড়ীটি থানায় ডুকিয়ে দিল জনতা।

এরপর ডিউটিরত কয়েকজন পুলিশ ঘটনাস্হলে আসেন।

এবিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাকসুদ আহম্মদকে ফোন করি।তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানায় অপারেশন অফিসার এসআই টিপু রায় থানার ভিতরে থেকেও ঘটনা শোনেও দেখতে আসেনি বলে জানান স্হানীয়রা।

পাঠকের মতামত: