ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

নুরুল হুদা সভাপতি ও আব্বাস সম্পাদক নির্বাচিত

মাতামুহুরী বাঁশ সরবরাহ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের (রেজি: ৫২৯১) ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের চিরিঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল শনিবার ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নুরুল হদা নুরু সভাপতি, মো.নুরুল আজিম সওদাগর সহসভাপতি ও আব্বাস আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা আবু তাহের এবং নির্বাচন কমিটির সদস্য আবদু চোবাহান লিখিতভাবে ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফলে নুরুল হুদা নুরু আনারস প্রতীকে ৩৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন মুজিবুল হক মুজিব। তিনি ছাতা প্রতীকে পেয়েছেন ৩৩৩ ভোট। অপরদিকে সহ-সভাপতি পদে মো.নুরুল আজিম সওদাগর ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী নুরুল আলম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্বাস আহমদ হরিণ প্রতীকে ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটম হয়েছেন মো.রেজাউল করিম। তিনি চাকা প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট। নির্বাচনে সমিতির ৭নং ওয়ার্ডের পরিচালক পদে খেজুরগাছ প্রতীকে বাবু মিয়া (রাজা বাবু) নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত: সমিতির ৯টি ওয়ার্ডের মধ্যে আট ওয়ার্ডে পরিচালক পদে প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে মাত্র একটি ওয়ার্ডে পরিচালক পদে শনিবার ভোট গ্রহন হয়েছে। এদিকে নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সমিতির ভোটার ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। ওইসময় তিনি শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করায় নির্বাচন পরিচালনা কমিটি এবং সমিতির সকলস্তরের সদস্যদের ধন্যবাদ জানান।

এদিকে চকরিয়া উপজেলার অন্যতম বৃহত্তম চিরিঙ্গা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি নুরুল আলম নুরু মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চিরিঙ্গা সমবায় মার্কেট হামিদ কম্পিউটার দোকান মালিক মো.আবদুল হামিদ ও আল হাবিব কম্পিউটার দোকান মালিক মো.জসিম উদ্দিন। একইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন চিরিঙ্গা সমবায় মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

পাঠকের মতামত: