এম.জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর চিরিঙ্গা পয়েন্টে নতুন ব্রিজ নির্মাণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে পৌরশহরের সোসাইটি এলাকায় মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে আমরা বার বার সংস্কার চাই না, চাই মাতামুহুরী নদীর উপর নতুন ব্রিজ, আর নয় সংস্ক্ার Ñনতুন ব্রিজ দরকার , এসব স্লোগান সংবলিত বিভিন্ন বেনার পেস্টুন প্লেকার্ড হাতে নিয়ে কয়েক হাজার ছাত্রছাত্রীসহ স্থানীয় সামাজিক সংস্কৃতিক পেশাজীবি সংগঠনের সদস্যরা এ মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহন করেন ।
ঢাকাস্থ চকরিয়ার শিক্ষার্থীদের সংগঠন ”চক্রবাক” এর আয়োজনে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। মানবন্ধনে সংগঠনের আহবায়ক সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, পর্যটন জেলা কক্সবাজারে প্রবেশদ্বার চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর চিরিঙ্গা পয়েন্টে নির্মিত ৫৮বছরের পুরানো ব্রিজটির চলমান অবস্থাবেশ নাজুক এবং ভয়াবহ ঝুকিপুর্ন। তাছাড়া ২০১৩ সালে ব্রিজের রেলিং ভেঙ্গে পর্যঠকবাহী বাসের ১৭জন পর্যটক নিহত হয়েছিল অথচ সড়ক বিভাগ বালু থেরাপি দিয়ে নামেমাত্র যে সংস্কার করে যাচ্ছেন তা কোন স্থায়ী সমাধান নয়। ঝুকিপুর্ণ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার আগে নতুন ভাবে চার লেনের ব্রিজ নির্মাণই হবে স্থায়ী সমাধান।#
পাঠকের মতামত: