ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মহেশখালীর ২৭ জেলে ভারতের কারাগারে আটক

বিশেষ প্রতিবেদক :: মহেশখালীর একটি মাছ ধরার ট্রলারের ২৭ জন জেলে বন্দিজীবন কাটাচ্ছেন ভারতের কারাগারে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করার দায়ে সেখানকার কোস্টগার্ড তাদের আটক করে কারাগারে পাঠায়।

আটক ট্রলার এফবি শাহ আমানতের মালিক সাজ্জাদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

সাজ্জাদুল ইসলাম জানান, অমল কান্তি নামের এক গণমাধ্যমকর্মী তাকে ফোনে জানিয়েছেন, ভারতের জলসীমায় প্রবেশ করার দায়ে সেখানকার কোস্টগার্ড তার ট্রলারের ২৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়। গত ১৭ ফেব্রুয়ারি আটক জেলেদের কলকাতার কাকদ্বীপ আদালতে হাজির করা হলে সেখানকার আদালত জলসীমা অতিক্রম সংশ্লিষ্ট আইনে ১৪ দিনের সাজা প্রদান করে। বর্তমানে তারা কলকাতার ছব্বিশ পরগনা জেলার কার্তিক মহুকুমা কারাগারে রয়েছেন।

ভারতে বন্দী জেলেরা হলেন- পেঠান আলী-মাঝি (৩৭) পিতা- আব্দু জলিল, খোরশেদ আলম (৪৪) পিতা-পেঠান আলী, গিয়াস উদ্দিন (৪০), পিতা- কবির আহমদ, হেলাল উদ্দিন (৪২) পিতা- গোলাম সুলতান, সফিউল আলম (৩৪) পিতা-লাল মোহাম্মদ, ফরিদ আলম (৪৫) পিতা-মৃত আছু মিয়া, রবিউল আলম (৩৫) পিতা-আম্মাত আলী, মো. শওকত উদ্দিন (৩০), পিতা-লেয়াকত আলী, গোলাম সোলতান প্রকাশ মোস্তাক (৪৩) পিতা- মৃত কবির আহমদ, আব্দু শুক্কুর প্রকাশ (দানু) (৩৮) পিতা-ওমর সোলতান, মো. ইব্রাহিম (২৮) পিতা- আব্দুল জলিল, মো. রুবেল(২৬) পিতা- মৃত হোছন আলী, আব্দুল মজিদ (২৫) পিতা- গোলাম ছোবহান, নুরুল কবির (৩৫) পিতা- আবুল কালাম, আব্দুল মজিদ (২৭), পিতা- সেকান্দর, কবির হোসেন (৩৩) পিতা- ছৈয়দ নুর, আব্দুল গফুর (৩২) পিতা- মো. শরীফ,আব্দু রহমান (৫০) পিতা- মিয়া হোসেন, আব্দুল করিম (২৭)পিতা- জকরিয়া আহমদ, রবি আলম (৩১) পিতা-দিল মোহাম্মদ, হামিদ হোসেন (৩৫) পিতা- ছালেহ আহমদ, শাহেদ মিয়া (১৮) পিতা- আব্দু শুক্কুর, জিহাদ প্রকাশ জাহেদ (২১), পিতা- আবুল হোসেন, আব্দু ছফুর (২৩) পিতা- আবুল বশর, মোহাম্মদ জোবাইর (২৮) পিতা- মৃত আব্দু ছফুর, শফি আলম(৩২) পিতা- নুর মোহাম্মদ, মোহাম্মদ কালু (৩৫) পিতা-ইসমাইল। তারা সবাই মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ আশেক উল্লাহ রফিক এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের কারাগারে বন্দি মহেশখালীর ২৭ জেলেসহ আটককৃত বাংলাদেশী জেলেদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশিক ইকবাল। তিনি বলেন, মহেশখালীর একটি মাছ ধরার ট্রলারের ২৭ জন জেলেকে ভারতের কারাগারে আটকের বিষয়ে জেনেছি। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ৷

পাঠকের মতামত: