ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মহেশখালীতে ‘রুয়ানো’র তান্ডবে বাড়িঘর লন্ডভন্ড-নিম্নাঞ্চল প্লাবিত-প্রায় ৫০০ পরিবার ঘরছাড়া

IMG_0527ম রমজান আলী মহেশখালী :::

মহেশখালীতে ‘রুয়ানো’র তান্ডবে বাড়িঘর লন্ডভন্ড-নি¤œাঞ্চল প্লাবিত-প্রায় ৫০০ পরিবার ঘরছাড়া হওয়ার সংবাদ পাওয়া গেছে। ২০ মে রাত ৮ টা থেকে শুরু হওয়া রুয়ানোর যাত্রা ধীর গতিতে চলতে চলতে শেষ পর্যন্ত ২১ মে সকাল ৮ টা থেকে রুয়ানো প্রবল গতিতে আঘাত হাতে যার দরুন অসংখ্য বাড়িঘর, গাছপালা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ‘রুয়ানো’র পাশাপাশি জড়ো হাওয়া বয়ে গেছে প্রবল বৃষ্টির ফলে মহেশখালীর নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে বিশেষ করে ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবজোম এবং কালারমারছড়া ও হোয়ানকের একাংশ, শাপলাপুরের জেমঘাট, বারিয়াপাড়া, ছোট মহেশখালীর উম্বনিয়া পাড়া, জালিয়াপাড়া, আহমদিয়া কাটাঁ, ঠাকুরতলা, তেলীপাড়া, পৌরসভার চরপাড়া, নিচের রাখাইন পাড়া সহ আরো বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। সেই জায়গায় বসবাসরত প্রায় ৫০০শত মত পরিবার গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছে। মহেশখালীতে দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম রাত ৭টার দিকে দেওয়া তথ্যমতে, এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি তবে নি¤œাঞ্চল পর্য্যাপ্ত পরিমানে প্লাবিত হয়েছে। প্লাবিত বাড়িঘরের লোকজনকে প্রশাসনিক ভাবে সাধ্যমতে সহযোগিতা করা হয়েছে।

পাঠকের মতামত: