ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে মাটির দেয়াল চাপা পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

মহেশখালী প্রতিনিধি ::  মহেশখালীর ইউনুছখালীতে নির্মাণাধীন ঘরের মাটির দেয়াল চাপা পড়ে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত হয়েছে।
নিহতের নাম নবী হোসেন (৪০) । তিনি কালারমারছড়া ইউনিয়নের পুর্ব ইউনুছখালী পাহাড়তলী গ্রামের আবুল হোসেন‘র পুত্র । একই ঘটনায় নিহত নবী হোসেনের স্ত্রী মারাত্মক আহত হয়ে চকরিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে । এ ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩ জানুয়ারী সন্ধার সাড়ে ৬টায়।
স্থানীয়রা চকরিয়া নিউজকে জানান, নতুন ঘরের মাটির দেয়াল নির্মাণ করতে গিয়ে সাবধানতা অবলম্বন না করার ফলে এমন দূর্ঘটনাটি ঘটেছে।
এদিকে নিহতের স্ত্রীকে মারাত্মক আহত অবস্থায় চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতর্ব্যরত চিকিৎসককরা জানান, মাটির চাপা পড়ার কারনে তার হাড় সহ বেশ কিছু স্থানে গুরুতর আহত হয়েছে।

পাঠকের মতামত: