ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মহেশখালীতে ভূমিদস্যুর হামলায় আহত রেঞ্জ কর্মকর্তার মৃত্যু

সরওয়ার কামাল, মহেশখালী :: মহেশখালী উপজেলার হোয়ানকে বন বিভাগের অবৈধ ভূমির দখল উচ্ছেদ করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় আহত মহেশখালী উপজেলার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৬ই আগষ্ট ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মগডেইল এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
মহেশখালীর রেঞ্জ অফিসার সুলতান আহমদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৩০ই জুলাই বন বিভাগের মহেশখালীস্থ সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফের নেতৃত্বে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটের করইবুনিয়া নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় ভূমিদস‍্যু কর্তৃক সরকারি জমি দখল করে নির্মাণ করতে যাওয়া অবৈধ পানের বরজ নির্মাণে বাধা দেন বনকর্মীরা। এক পর্যায়ে অভিযান চলাকালীন ভূমিদস্যুরা জোটবদ্ধ হয়ে বন বিভাগের অভিযানিক দলের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন ইউসুফ। চমেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

পাঠকের মতামত: