ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

মহেশখালীতে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত, গুলিবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত

crossfire_1নিউজ ডেস্ক :

মহেশখালীর মাতারবাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে দুইদল ডাকাতের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ মুরাদ (৩০) নামে এক ব্যক্তি মারা গেছে। সে মাতারবাড়ী এলাকার মুশারফ আলী সিকদার পাড়ার শাহাদত হোসনের ছেলে এবং ডাকাতদলের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় তৈরী বন্ধুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।১৭ ফেব্রুয়ারী ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদাউস কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) কে জানান, বুধবার ভোর রাত ৪ টার দিকে মহেশখালীর কালারমারছড়া মাতারবাড়ী সড়কের দারাখাল নামক স্থানে আধিপত্য বিস্তার নিয়ে ২ দল ডাকাতের মধ্যে বন্ধুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে মাতারবাড়ী ও কালারমারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ডাকাত মুরাদ গুলিবিদ্ধ হয়। এছাড়া গুলিবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বন্ধুক ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। দিদারুল ফেরদাউস জানান, বন্দুকযুদ্ধে আহত ডাকাত মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতের মৃতদেহ মহেশখালী হাসপাতালে রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: