ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মহেশখালীতে পুলিশসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

মহেশখালী সংবাদদাতা ::  মহেশখালীতে ‍পুলিশসহ করোনায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) আর ৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।

সূত্রে বলা হয়েছে, কক্সবাজার ল‍্যাবে মহেশখালীর ৪৭ টি নমুনা পরীক্ষা করা হলে তন্মধ্যে ৯ টি নমুনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন হোয়ানক ইউনিয়নের, একজন পৌরসভার, একজন কালারমারছড়া পুলিশ ক‍্যাম্পের কনস্টেবল, একজন খাদ‍্য অধিদপ্তরের কর্মচারী (নাইট গার্ড) যার শশুরবাড়ি কালারমারছড়া ইউনিয়নের ইউনুছ খালী এবং বাকি পাচঁজন মহেশখালী থানার পুলিশ কনস্টেবল।

উপজেলার হোয়ানক ইউনিয়নের আক্রান্ত ব‍্যাক্তির নাম আব্দু সালাম (৫৬)। তিনি পেশায় একজন ডাক্তার। পৌরসভা এলাকার আক্রান্ত ব‍্যক্তিটির নাম আবু তাহের (৪৮)। কালারমারছড়া ইউনিয়ন পুলিশ ক‍্যাম্পের আক্রান্ত কনস্টেবলের নাম কিটিশ সরকার (২৩)। খাদ‍্য অধিদপ্তরের কর্মতারটির নাম সেলিম উল্লাহ(২৯) এবং মহেশখালী থানার পাচঁ কনস্টেবলের নাম যথাক্রমে আব্দু রশিদ (২৯),নাজমুল ইসলাম (৩০),সুব্রত কুমার মার্মা (২৩),উছেলা মার্মা (২৮) ও বিজন বড়ুয়া (২৬)।

মহেশখালী হাসপাতালের টিউস্যু ডাক্তার মাহাফুজ পূর্বকোণকে পুলিশের ৯ সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: