ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মহেশখালীতে ধরা পড়েছে ৪২কেজি ওজনের অজগর

হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালীতে প্রায় ৪২কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়েছে। ১২ই মে ভোর ৪টার দিকে উপজলার ছোট মহেশখালী ইউপির গরমছড়ি পাহাড়ী এলাকার নুর মোহাম্মদের বাড়ীতে থেকে অজগরটি ধরা হয়।

নুর মোহাম্মদ জানান, মুরগীর ঘরে মুরগি চেঁচামেচি করলে আলো কিছু স্থানীয় লোকজন মিলে মুরগীর ঘরের দরজা খোলা হলে সেখানে দেখা যায় বিশাল একটিঅজগর মুরগী খাচ্ছে। ইতিমধ্যে ৪/৫টি মুরগি মেরে সামনে রেখেছে খাওয়ার জন্য। কয়েকজন যুবক কৌশলে সাপটি রশি দিয়ে গলায় বেঁধে পেলে। পরে অজগরটি বিক্রি করে দিতে ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে মহেশখালী গোরকঘাটা রেঞ্জের লোকজন অজগরটি উদ্ধার করেন

মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো:হাবিবুল হক জানান, বন্যপ্রাণী হিসাবে উদ্ধারকৃত অজগরটি দুলাহাজারা সাফারী পার্ক অথবা উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে অবমুক্ত করা হবে। বন বিভাগের অফিসে অজগরটি নিয়ে আসলে সেখানে অজগরটি দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভীড় জমায়।

পাঠকের মতামত: