ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা :: কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় ছুরিকাঘাতে আহত মকসুদ (৪৩) নামের একব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। মৃত মকছুদ ইউনুছখালী এলাকার মৃত আফলাতুনের ছেলে।

জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত ৮ডিসেম্বর রাতে উপজেলার কালারমারছড়া ইউনুছখালী এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় মকছুদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

 

পাঠকের মতামত: